বাংলা সাহিত্য বিষয়ক সাধারণ জ্ঞান। সেয়ার করে আপনার সংগ্রহে রেখে দিন। চাকরি, ভাইভা ও ভর্তি পরীক্ষার জন্য সাধারন জ্ঞান।
সাধারন জ্ঞান
১. ‘রিক্তের বেদন’ গল্পগ্রন্থের রচয়িতা কে ?
উঃ কাজী নজরুল ইসলাম।
*********************
২. ‘রৌদ্র করোটিতে’ গ্রন্থটির রচয়িতা কে ?
উঃ শামসুর রহমান।
*********************
৩. রবীন্দ্রনাথের রচিত প্রথম সার্থক ছোটগল্প কোনটি ?
উঃ দেনা- পাওনা।
*********************
৪. ‘চিত্রাঙ্গদা’ রবীন্দ্রনাথের কোন শ্রেণীর রচনা?
উঃ নৃত্যনাট্য।
*********************
৫. ‘রাইফেল রুটি আওরাত’ গ্রন্থটির রচনা করেন কে ?
উঃ আনোয়ার পাশা।
*********************
৬. ‘রূপসী বাংলা’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ জীবনানন্দ দাস।
*********************
৭. রবীন্দ্রনাথের প্রথম কাব্যের নাম কি ?
উঃ বনফুল।
*********************
৮. ‘বনফুল’ কাব্য কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ জ্ঞানাঙ্কুর।
*********************
৯. ‘রাশিয়ার চিঠি’ রবীন্দ্রনাথের কোন শ্রেনীর রচনা ?
উঃ ভ্রমন কাহিনী।
*********************
১০. রবীন্দ্রনাথের ‘জুতা আবিস্কার’ কোন শ্রেনীর কবিতা ?
উঃ বিদ্রুপাত্মক।
*********************
১১. ‘রৌদ্র করোটিতে’ শামসুর রাহমানের কোন ধরনের রচনা?
উঃ কাব্যগ্রন্থ।
*********************
১২. ‘রূপছন্দা’ কাব্যগ্রন্থের রচয়িতা কে ?
উঃ শাহাদাৎ হোসেন।
*********************
১৩. ‘শূন্যপূরণ’ এর রচয়িতা কে?
উঃ রামাই পন্ডিত।
*********************
১৪. ‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা?
উঃ উপন্যাস।
*********************
১৫. শরৎচন্দ্রের আত্মচরিত্রমুলক গ্রন্থ কোনটি?
উঃ শ্রীকান্ত।
*********************
১৬. ‘শকুন্তলা’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
*********************
১৭. ‘শর্মিষ্ঠা’ নাটকের রচয়িতা কে?
উঃ মাইকেল মধুসূদন দত্ত।
*********************
১৮. ‘জননী’ উপন্যাসের রচয়িতা কে?
উঃ শওকত ওসমান।
*********************
১৯. ‘মসনদের মোহ’ নাটকের রচয়িতা কে?
উঃ শাহাদৎ হোসেন।
*********************
২০. ‘সংশপ্তক’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ শহীদুল্লাহ কায়সার।
*********************
২১. ‘সারেং বৌ’ গ্রন্থের লেখক কে?
উঃ শহীদুল্লাহ কায়সার।
*********************
২২. ‘সোজন বা দিয়ার ঘাট’ কাব্যগ্রন্থটি রচনা করেছেন কে?
উঃ জসীম উদ্দিন।
*********************
২৩. সনেটের পংক্তি সংখ্যা এবং প্রতি পংক্তিতে অক্ষর সংখ্যা কতটি?
উঃ ১৪ টি পংক্তি এবং ১৪ অক্ষর।
*********************
২৪. সৈয়দ মুজতবা আলীর খ্যাতি হয় কিসের জন্য?
উঃ ব্যাঙ্গাত্মক রচনার জন্য।
*********************
২৫. ‘সধবার একাদশী’ প্রহসের রচয়িতা কে?
উঃ দীনবন্ধু মিত্র।
*********************
২৬. ‘সুলতানার স্বপ্ন’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ বেগম রোকেয়া।
*********************
২৭. ‘সারদামঙ্গল’ কাব্যটি কার রচনা?
উঃ বিহারীলাল চক্রবর্তী।
*********************
২৮. ‘সঞ্চয়িতা’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
*********************
২৯. ‘সঞ্চিতা’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উঃ কাজী নজরুল ইসলাম।
*********************
৩০. ‘সঞ্চয়ন’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ কাজী মোতাহার হোসেন।
আরও জানতে আমাদের সাথেই থাকুন।